
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন সমঝোতা নিয়ে উদ্ভূত সংকট নিরসনে জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর নীতি নির্ধারণী ফোরাম। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি আসন সমঝোতার দায়িত্বে থাকা লিয়াজোঁ কমিটির নেতারা অংশ নিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১০ দলীয় জোটের পক্ষ থেকে ৪৭টি আসন ফাঁকা রাখা হলেও আজকের বৈঠক থেকে তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে না। জামায়াতের এই বৈঠকের পর ১০ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির আরও একটি পৃথক বৈঠকের কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জোটভুক্ত ১০টি দল ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেয়। ওই সময় জোটের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং তাদের জন্য অবশিষ্ট আসনগুলো রাখা হয়েছে। তবে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ২৬৮টি আসনে নির্বাচনের ঘোষণা দিলে জোটের ঐক্যে ফাটল ধরে। দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা বাকি ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থন দেবে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী আন্দোলনকে জোটে ফেরাতে শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে ১০ দলীয় জোটের নেতারা। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ জামায়াতের বৈঠকের পাশাপাশি ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও লিয়াজোঁ কমিটির বৈঠকের সম্ভাবনা রয়েছে। জোটের লক্ষ্য হচ্ছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দলটিকে ১১ দলীয় জোটে ধরে রাখা। তবে এই সমঝোতা প্রচেষ্টা চূড়ান্তভাবে ব্যর্থ হলে ফাঁকা থাকা ৪৭টি আসনে জোটের পক্ষ থেকে পরবর্তী সময়ে বিকল্প প্রার্থী দেওয়ার পরিকল্পনা রাখা হয়েছে। বর্তমানে রাজনৈতিক মহলে এই আসন বণ্টন ইস্যু এবং ইসলামপন্থী দলগুলোর ঐক্য নিয়ে ব্যাপক জল্পনা চলছে।
এম.এম/সকালবেলা